
এক বর্ণময়,বৈচিত্র ভরা সাংস্কৃতিক পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে চলেছে।
কিন্তু সেই অনুষ্ঠানে যদি মশা কামড়ায় তাহলে?

...না, তারও ব্যবস্হা আছে।
আমরা ঘরের ভিতরে মশা তাড়াতে সাধারণত
মশাতাড়ানোর কয়েল ব্যবহার করি..
বা
স্পে
অথবা
ম্যট বা
লিকিউড তেল
কিন্তু এসবই একটি ছোট জায়গায় প্রযোজ্য....এত বড় জায়গায়...কি করে মশার বংশ ধ্বংস হবে..
তাহলে কামান দাগতে হবে....
কামান!!...মশা মারতে কামান!...এও কি সম্ভব?
নিশ্চয়....
এ কামান ধোঁয়া কামান...
দেখতে নিম্নের মতন
চারিদিক ধোঁয়ায় ঢেকে য়ায়
মশা তাড়ানোর জন্য মূল রাসায়নিক পদার্থ হলো 'এরিথ্রিন'..এরই প্রয়োগ হয় বিভিন্ন ভাবে....
ডি.সি.সি এখন ব্যাস্ত মশাহীন ম্যাচ পরিচালনা করতে।
বর্তমান ঢাকার স্বাস্থ আধিকারিক,ব্রিগেডিয়ার জেনারেল নাসির উস্কিন সাংবাদিকদের জানায়..'সাম্প্রতিক
কালে মশার উপদ্রপ বিপজ্জনক ভাবে বৃদ্ধিপেয়েছে। তাই আমরা স্টিডিয়াম এবং তার পাশ্ববর্তী তিন কিমি অঞ্চল
মশা তাড়াবার বিশেষ ব্যবস্থা নিচ্ছি।'
0 মন্তব্য(সমূহ):
Post a Comment